নয়াদিল্লি: এ দেশে সংখ্যালঘুরা এমন অনেক অধিকার ভোগ করেন, যা সংখ্যাগুরুদের নেই। বললেন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিংহ।
আইনের চোখে সবাই সমান, এই মন্তব্য করে তিনি গত কয়েক বছর ধরে সংবিধানকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, তা 'নতুন করে ভেবে দেখা' উচিত বলে অভিমত জানিয়েছেন। বলেছেন, গত প্রায় দু দশকে সংবিধান ও আইনের যে ধরনের ব্যাখ্যা হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
দলিত আইকন তথা সংবিধানের রূপকার বি আর অম্বেডকরের ১২৭-তম জন্মবার্ষিকী পালনে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আইনের শাসন ও দেশ গঠনে বি আর অম্বেডকরের ভূমিকা শীর্ষক আলোচনায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী বলেন, সংবিধানে সংখ্যালঘুদের যে ধরনের অধিকার দেওয়া হয়েছে, তারপরও তারা আজও নিজেদের বঞ্চিত মনে করেন। নিজেদের সংস্থা, সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার আছে ওদের, কিন্তু সংখ্যাগুরুদের সেসব নেই। আইন তো সবার ক্ষেত্রে সমানই হওয়ার কথা। প্রায় ৭০ বছর হয়ে গেল সংবিধান গৃহীত হয়েছে, কিন্তু আজও তাকে পুরোপুরি সমাজে আত্মীকরণ করা যায়নি।
সাম্প্রতিক কালে আইনের শাসন কায়েম করা যায়নি এবং তার ফলে নানা বৈষম্য মাথাচাড়া দিয়েছে বলে অভিমত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আইনের শাসন কথাটার মানে সবার জন্যই আইন সমান। কিন্তু যে ১০০ টাকা চুরি করেছে আর যে ১০০ কোটি টাকা, দুজনে কি সমান শাস্তি পায়? এতে কি সমাজ ন্যায়বিচার পায়? পায় না। সুতরাং আইনের সংশোধন দরকার। দেশগঠন সুনিশ্চিত করতে আইনে কারও ছাড় পাওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
সত্য পাল বলেন, এমন একটা শক্তিশালী গণতন্ত্র দরকার যেখানে সবাই শিক্ষিত হবে। দেশে শিক্ষার অধিকার আইন বহাল থাকলেও গত ৮ বছরে তা রূপায়নে কি সফল হয়েছি আমরা? হইনি। আজও লাখ লাখ ছেলেমেয়ে স্কুলে যায় না কেননা আইনের হাতে ক্ষমতাই নেই।
সংখ্যালঘুরা অনেক অধিকার পান, যা সংখ্যাগুরুদের নেই, বললেন কেন্দ্রীয় মন্ত্রী, সংবিধানের নতুন ব্যাখ্যা চেয়ে সওয়াল
Web Desk, ABP Ananda
Updated at:
14 Apr 2018 06:45 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -