ভোপাল: নাবালিকা ধর্ষণ-খুন মামলায় দোষীকে ৩২ দিনের মধ্যে সাজা দিল ভোপালের একটি আদালত। ৮ বছরের এক বালিকাকে ধর্ষণ ও খুন করার অপরাধে বিশেষ বিচারক (পকসো মামলা) কুমুদিনি পটেল ২৫ বছরের বিষ্ণু বামোরাকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৭৬-এবি ধারায় দোষী সাব্যস্ত করেন। পাশাপাশি, অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে অস্বাভাবিক যৌন সংসর্গ করায় তাকে যাবজ্জীবনের সাজাও দেন বিচারক। এর পাশাপাশি, বালিকাকে অপহরণ ও জোর করে অবৈধ যৌন-সম্পর্ক স্থাপন করার জন্য দোষীকে যথাক্রমে তিন বছর ও সাত বছরের সাজা দেন বিচারক।
সরকারি আইনজীবী জানান, ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে বামোরাকে দোষী সাব্যস্ত করে আদালত। এই মামলায় মোট ৩০ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। পুলিশ রিপোর্ট অনুযায়ী, গত ৮ জুন কমলা নগরে নিজের বাড়ি থেকে দোকানে কিছু কিনতে এসে নিখোঁজ হয়ে যায় বালিকা। পরের দিন কাছের একটি নালা থেকে তার দেহ উদ্ধার হয়। ২ দিন পর বামোরাকে খান্ডোয়ার মোর্তাকা গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। ১২ জুন, অভিযুক্তের বিরুদ্ধে ১০৮ পাতার চার্জশিট দাখিল করা হয়।