স্বাভাবিকভাবেই খুশি নিখোঁজ মৌলবী সৈয়দ আসিফ নিজামির ছেলে আমির নিজামি। ভারত সরকার ও বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। করাচিতে হারিয়ে যাওয়ার পর থেকেই সুইচ অফ ছিল ২ মৌলবীর ফোন। আমির জানিয়েছেন, ফোনগুলি এখন কাজ করছে। শিগগিরই কথা বলতে পারবেন বলে আশা করছেন তিনি।
গতকাল পাকিস্তান ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনকে জানায়, নিখোঁজ দুই মৌলবীর খোঁজ মিলেছে, তাঁদের নিয়ে আসা হচ্ছে করাচিতে। বিদেশমন্ত্রী স্বরাজ এ নিয়ে পাক প্রধানমন্ত্রীর বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে কথা বলেন, নিখোঁজ মৌলবীদের সন্ধানে তাঁদের হস্তক্ষেপ চান।
দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগার প্রধান মৌলবী সৈয়দ আসিফ নিজামি ও তাঁর ভাইপো সৌয়দ নাজিম নিজামি লাহৌরে তীর্থ করতে যান। কিন্তু করাচি বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে যান তাঁরা। জানা যায়, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই রাজনৈতিক দল মুত্তাহিদা কাওয়ামি মুভমেন্ট বা এমকিউএমের সঙ্গে যোগসাজসের সন্দেহে তাঁদের তুলে নিয়ে গিয়েছে।
পরে অবশ্য পাকিস্তান দাবি করে, ভক্তদের সঙ্গে দেখা করতে সিন্ধু প্রদেশের প্রত্যন্ত এলাকায় গিয়েছিলেন তাঁরা। সেখানে সেলুলার পরিষেবা না থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না।