সুষমা বলেছেন, মৃত ইঞ্জিনিয়ারের স্ত্রী সুনয়না কুচিভোটলার সঙ্গে যোগাযোগ রাখছেন কনস্যুলেট কর্মীরা। তাঁকে সব ধরনের সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে। আমেরিকায় কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত নভতেজ সরনা এ ব্যাপারে কথা বলেছেন তাঁর সঙ্গে।
শ্রীনিবাসের হত্যাকারী অ্যাডাম পুরিন্টন গ্রেফতার হয় বৃহস্পতিবার সকালে, মিসৌরির ক্লিনটন শহর থেকে। একটি বারে ঢুকে পুরিন্টন বড় মুখ করে বলছিল, কীভাবে ‘মধ্য প্রাচ্যের ২ নাগরিক’কে খুন করেছে সে। এক বারকর্মী তা শুনতে পেয়ে পুলিশে খবর দেন।
যেভাবে শ্রীনিবাসকে হত্যা করা হয়েছে, তাকে ঘৃণাপ্রণোদিত অপরাধ বা হেট ক্রাইম আখ্যা দিয়েছে স্থানীয় হিন্দু আমেরিকান ফাউন্ডেশন।