ভাটিন্ডা: মাদকের কারবার চালানোর অভিযোগে এক যুবকের হাত, পা কেটে নিল উত্তেজিত জনতা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই নৃশংস ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ভাটিন্ডা জেলার তলওয়ান্ডি সাবো মহকুমার ভাগি ওয়ান্দর গ্রামে। পুলিশ সূত্রে খবর, বিনোদ কুমার (৩০) নামে ওই যুবকের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। সে গ্রেফতারও হয়েছিল। তিন-চার দিন আগেই জেল থেকে ছাড়া পায় বিনোদ। গতকাল গ্রামবাসীরা তাকে মারধর করে ধারাল অস্ত্র দিয়ে হাত ও পা কেটে দেন।

তলওয়ান্ডি সাবো থানার স্টেশন হাউস অফিসার ইন্সপেক্টর জগদীশ কুমার বলেছেন, গুরুতর জখম অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিনোদকে। সেখান থেকে তাঁকে ফরিদকোটের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কয়েক ঘণ্টা পরে তার মৃত্যু হয়।

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ছবিতে দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছে বিনোদ। কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না। কয়েকজন মোবাইল ফোনে বিনোদকে মারধরের ভিডিও তোলেন। সেই ভিডিওগুলি খতিয়ে দেখছে পুলিশ।

বিনোদের পরিবারের লোকজনের দাবি, সে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল না। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছিল। তার স্কুটার চুরি হয়ে যায়। সে থানায় অভিযোগ জানাতে যাচ্ছিল। তখনই গ্রামবাসীরা তাকে মারতে শুরু করেন। গ্রামবাসীরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, মাদকের ব্যবসা চালানো সত্ত্বেও বিনোদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় তাঁরা ক্ষুব্ধ ছিলেন। তাঁরা ডেপুটি পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময় বিনোদ তাঁদের বাধা দেয়। এরপর বচসা থেকে মারধর শুরু হয়ে যায়।