গুয়াহাটি: অসমের কামরূপে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে নাচের দলের মহিলা সদস্যদের পোশাক খুলে নাচার আবদার থেকে জোরাজুরি! পুলিশ রবিবার জানিয়েছে, ছায়গাঁও থানার আওতাভুক্ত একটি গ্রামে ওই অনুষ্ঠানে ৫০০-র ওপর দর্শক দলটির মেয়েদের জামাকাপড় খুলে নাচতে বাধ্য করার চেষ্টা করে বলে অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। ঘটনায় জড়িত অভিযোগে শাহরুখ খান ও সুবাহান খান নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে নাচের দলটি থানায় অভিযোগ দায়ের করে। এফআইআরে বলা হয়েছে, পোশাকআশাক খুলে নাচার বায়না করে উচ্ছৃঙ্খল দর্শকরা মেয়েদের নিগ্রহ করে। আসলপাড়ার অনুষ্ঠানমঞ্চ থেকে কোনওক্রমে প্রাণ হাতে নিয়ে ছুটে পালান তাঁরা। তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে ওই দর্শকরা।
অভিযোগ, পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে অনুষ্ঠান করতে যাওয়া নাচের দলের মেয়েরা গত শুক্রবারের অনুষ্ঠানে পোশাক খুলে নাচবে বলে আগাম ঘোষণা করে প্রচুর চড়া দামে টিকিট বিক্রি করেছিল উদ্যোক্তারা।
ঘটনার আরও তদন্তের পাশাপাশি নাচের মেয়েদের নিগ্রহে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
পোশাক খুলে নাচতে হবে মেয়েদের! অসমে সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘আবদার’ ৫০০-র বেশি দর্শকের, গ্রেফতার ২
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jun 2019 02:20 PM (IST)
অভিযোগ, পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে অনুষ্ঠান করতে যাওয়া নাচের দলের মেয়েরা গত শুক্রবারের অনুষ্ঠানে পোশাক খুলে নাচবে বলে আগাম ঘোষণা করে প্রচুর চড়া দামে টিকিট বিক্রি করেছিল উদ্যোক্তারা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -