নয়াদিল্লি:  সুপ্রিম কোর্টের এক নির্দেশ প্রসঙ্গে, বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়, দেশের প্রত্যেকটি মানুষকে ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারির মধ্যে মোবাইল-আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়া ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে এখন থেকে বাধ্যতামূলক করা হচ্ছে আধার, জানানো হয়েছে কেন্দ্রের তরফে।


বৃহস্পতিবার ১১৩ পাতার একটি নয়া হলফনামা আদালতে জমা দেয় কেন্দ্র। কেন্দ্রের তরফে আইনজীবী জোহেব হুসেন জানিয়েছেন, মোবাইল-আধার লিঙ্কের এই নয়া সময়সীমায় সম্মতি দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত, কেন্দ্র চেয়েছিল আগামী ৩১ মার্চ পর্যন্ত এই লিঙ্কের সময়সীমা বাড়াতে, কিন্তু এক্ষেত্রে কেন্দ্র একা কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।

এদিকে এই নির্দেশ সেই সময়ই এল, যখন সোমবারই সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে একটি পৃথক মামলার শুনানিতে বলা হয় আধারের সঙ্গে মোবাইল যোগ করা হলে, ব্যহত হবে মানুষের গোপনীয়তা। এপ্রসঙ্গে কেন্দ্রকে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে আদালত।

কেন্দ্রের তরফে যে নয়া হলফনামা জমা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন চালু রয়েছে, সেগুলো আগামী ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে। আপাতত ওই সমস্ত অ্যাকাউন্ট অপারেশনলাই থাকবে। তবে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক।

মোবাইল-আধার লিঙ্ক ছাড়াও প্যান কার্ডের সঙ্গেও আধার যুক্ত করা বাধ্যতামূলক হয়েছে। তবে যাঁরা এখনও সেটা করিয়ে উঠতে পারেননি, বা যাঁদের আধার কার্ড এখনও আসেনি, তাঁদের প্যান কার্ড এই আর্থিক বর্ষে অন্তত বাতিল করা হবে না, জানানো হয়েছে কেন্দ্রের তরফে। তবে ইদানিং সাইবার হামলা বা হ্যাকিং বাড়লেও, কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আধার সংক্রান্ত কোনও তথ্যই এখনও ফাঁস হয়নি ইউআইডিএআইয়ের সার্ভার থেকে। কেন্দ্রের দাবি আমজনতার আধার তথ্য সুরক্ষিতই রয়েছে এবং থাকবে।