নয়াদিল্লি: মোবাইল ওয়ালেটে অ্যাকাউন্ট আছে? সেখানে টাকা রাখেন? এর জন্য কেওয়াইসি জমা দিয়েছেন? গতকালই ছিল শেষ দিন। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, মোবাইল ওয়ালেটের জন্য কেওয়াইসি জমা দেওয়ার তারিখ বাড়ানো হবে না। ফলে যাঁরা কেওয়াইসি জমা দেননি, তাঁরা আর নতুন করে মোবাইল ওয়ালেটে টাকা জমা দিতে পারবেন না। তবে যে টাকা সেই অ্যাকাউন্টে আছে, সেটা খরচ করা যাবে।
রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বি পি কানুনগো জানিয়েছেন, ভারতে এখন ৫৫টি ব্যাঙ্ক-বহির্ভূত প্রিপেইড পেমেন্টস ইনস্টুমেন্ট (পিপিআই) আছে। এছাড়া ব্যাঙ্কগুলির ৫০টি ওয়ালেট আছে। প্রথমে বলা হয়েছিল, ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এই মোবাইল ওয়ালেট অ্যাকাউন্টগুলির জন্য কেওয়াইসি জমা দিতে হবে। পরে এই তারিখ বাড়িয়ে এ বছরের ২৮ ফেব্রুয়ারি করা হয়। পণ্য ও পরিষেবার জন্য টাকা দেওয়া ছাড়াও টাকা পাঠানোর জন্যও মোবাইল ওয়ালেট ব্যবহার করা হয়। কেউ যদি কেওয়াইসি জমা না দেন, তাহলে তিনি মোবাইল ওয়ালেটে নতুন করে টাকা জমা দিতে পারবেন না বা সেই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন না। যদিও জমা অর্থ খরচ করতে পারবেন।
মোবাইল ওয়ালেটের জন্য কেওয়াইসি জমা দিয়েছেন? না হলে কী হবে জানুন
Web Desk, ABP Ananda
Updated at:
01 Mar 2018 06:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -