অমৃতসর: সীমান্তপার সন্ত্রাসের মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত ও আফগানিস্তান।
রবিবার অমৃতসরে হার্ট অফ এশিয়া সম্মেলনের ফাঁকে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ২ দেশের মধ্যে বিশেষ এয়ার করিডরের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন, পরিকাঠামো গঠন এবং দক্ষতা বৃদ্ধি করতে এক বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাত হাজার কোটি টাকা) বরাদ্দ করার সিদ্ধান্ত হয়েছে।
বিদেশমন্ত্রক সূত্রে খবর, বৈঠকে দুই নেতাই নাম না করে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের তীব্র বিরোধিতা করেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, দুই রাষ্ট্রনেতাই মেনে নেন, সন্ত্রাস হল সবচেয়ে বড় শত্রু। বিশেষ করে, সীমান্তপারে উৎস হওয়া সন্ত্রাসের জন্য ভারত ও আফগানিস্তানের মানুষকে ভুগতে হচ্ছে।
এই প্রেক্ষিতে সন্ত্রাসদমন সহযোগিতাকে আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে দুই দেশ। একইসঙ্গে, রাষ্ট্রসংঘের সঙ্গে আরও সমন্বয় গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। সূত্রের খবর, নয়াদিল্লির থেকে সামরাস্ত্র ও মিলিটারি হার্ডওয়্যার নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে কাবুল।
গত মে মাসে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভারত, ইরান ও আফগানিস্তান একটি চুক্তি স্বাক্ষরিত করেছিল। সেই মোতাবেক, ইরানের চবহর বন্দরের মাধ্যমে পণ্যসমগ্রীর আদানপ্রদান হবে।
চিন যেমন পাকিস্তানের গ্বদর বন্দর ব্যবহার করছে, ঠিক তেমনই ইরানের বন্দরের মাধ্যমে আফগানিস্তানে পণ্য পাঠিয়ে ইসলামাবাদকে বার্তা দেওয়াই লক্ষ্য ভারতের।