নয়াদিল্লি: মুসলিম মেয়েদের মধ্যে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ, উতসাহ বাড়াতে তাদের মধ্যে যারা স্নাতক ডিগ্রিধারী, তাদের বিয়েতে ৫১ হাজার টাকার গিফট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
স্নাতক ডিগ্রিধারী যে মুসলিম মেয়েরা ইতিমধ্যে মৌলানা আজাদ এডুকেশনাল ফাউন্ডেশন (এমএইএফ) স্কলারশিপ পেয়েছেন, তাঁরাই পাবেন এই উপহার।
এই প্রকল্পের নাম রাখা হয়েছে শাদি শগুন। ওই ফাউন্ডেশন একটি ওয়েবসাইটে স্কিমের বিস্তারিত খুঁটিনাটি তথ্য তুলে দেবে। ফাউন্ডেশনের মত, মুসলিম মেয়েদের কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে পড়া শেষ করতে উত্সাহ দেবে এই উপহার।
সম্প্রতি ফাউন্ডেশনের এক বৈঠকে আরও ঠিক হয়, ক্লাস নাইন ও টেনে পাঠরত মুসলিম মেয়েদের ১০ হাজার টাকা দেওয়া হবে। ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শাকির হুসেইন আনসারির মত, মুসলিম সমাজের একটা বড় অংশের কন্যাসন্তানরা আজও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়, মূলত আর্থিক সমস্যার কারণে। এই উদ্যোগে আর্থিক সমস্যা দূর হবে বলে আশা করা যায়।
উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে স্নাতক মুসলিম মেয়েদের ৫১ হাজার টাকার বিয়ের গিফট
Web Desk, ABP Ananda
Updated at:
07 Aug 2017 07:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -