নয়াদিল্লি: পার্সন ডেজ অফ ওয়ার্ক অর্থাৎ একটি কর্মদিবসে একজন ব্যক্তি যতটা কাজ করতে পারেন। বিরোধীদের প্রশ্নের মুখে নরেন্দ্র মোদী সরকার জানাল, গত ৩ বছরে নানা প্রকল্পের মাধ্যমে ৮১৩.৭৬ কোটি পার্সন ডে অফ ওয়ার্ক তৈরি করেছে তারা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার এ কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, গ্রামের মানুষের জীবনযাত্রার উন্নতি মোদী সরকারের অ্যাজেন্ডার অগ্রাধিকার পায়, তাই গ্রামোন্নয়নে অনেক বেশি বরাদ্দ করেছে কেন্দ্র। ২০১৩-১৪ সালে এই বরাদ্দ ছিল ৫৮,৬৩০ কোটি। ২০১৬-১৭-য় তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫,০৯৯ কোটি, এক কথায়, বৃদ্ধির পরিমাণ ৬২ শতাংশ।
২০১৭-১৮ সালে এই বরাদ্দ বাড়িয়ে ১,০৫,৪৪৮ কোটি টাকা করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
মহাত্মা গাঁধী গ্রামীণ কর্মসংস্থান যোজনায় সর্বোচ্চ ৬৩৬.৭৮ কোটি পার্সন ডেজ অফ ওয়ার্ক সৃষ্টি হয়েছে। এরপর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৯৮.৯৭ কোটি পার্সন ডেজ অফ ওয়ার্ক। তারপর রয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, এতে হয়েছে ৭৮.০১ কোটি পার্সন ডেজ অফ ওয়ার্ক।
যাতে গ্রামের মানুষ স্বনিযুক্তির পথে আরও বেশি ঝোঁকেন, কেন্দ্র তার ব্যবস্থাও করছে বলে মন্ত্রী জানিয়েছেন।
স্বচ্ছ ভারতের আওতায় গ্রামে শৌচাগারের হিসেব ২০১৪-র অক্টোবরের ৪২.০১ শতাংশ থেকে বেড়ে এ বছর মে মাসে হয়েছে ৬৩.৯৭ শতাংশ।
এ মাস পর্যন্ত ১.৯৫ লক্ষ গ্রাম, ১৩৭টি জেলা ও ৩টি রাজ্য খোলা জায়গায় মলত্যাগ পুরোপুরি বন্ধ করেছে বলে ঘোষণা করা হয়েছে। এ বছরের শেষে সংখ্যাটি যাতে ৩০০ জেলায় পৌঁছয় তার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।
৩ বছরে ৮১৩ কোটি পার্সন ডেজ অফ ওয়ার্ক সৃষ্টি করেছে মোদী সরকার, জানাল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2017 06:32 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -