আজ টুইটারে হনসল মেহতা লেখেন, ‘মোদিই এই বিশ্বের সেরা নেতা। ডোনাল্ড ট্রাম্প ও মোদির তুলনায় ফিকে। আমার মনে হয়, আমেরিকান, ইতালিয়ান, স্প্যানিশ, জার্মান ও ব্রিটিশদেরও এমনই করা উচিত।’ তিনি আরও একটি টুইট করে তিনি লেখেন, ‘দিয়া জ্বালাও ডগমগ’। প্রধানমন্ত্রীকেও সম্মান জানান তিনি।
আজ মোদির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে টুইট করেন যশবন্ত সিনহা।