মোদী বলেছেন, রাজনৈতিল দলগুলির মধ্যে গণতন্ত্রের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলির নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা থাকা প্রয়োজন। কীভাবে কোনও একটি দলের নেতৃত্ব উঠে আসে? নতুন প্রজন্মকে কতটা সুযোগ দেওয়া হয়। গণতান্ত্রিক মূল্যবোধ তাদের মূল্যবোধের ভিত্তি কিনা। এই বিষয়গুলি নিয়ে সুগভীর বিতর্ক প্রয়োজন।
অনুষ্ঠানে মোদীর সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলির মধ্যে গণতন্ত্রের বিষয়টি সম্পর্কে মানুষ জানতে চায়। রাজনৈতিক দলগুলির অর্থের যোগান আলোচনার বিষয় হয়ে উঠেছে এটা সত্যি এবং এর থেকে অনেক কিছুই প্রকাশ্যে এসেছে। কিন্তু সামগ্রিকভাবে কীভাবে রাজনৈতিক দলগুলি গড়ে ওঠে, কীভাবে কাজ করে, কিভাবে নিয়োগ করে, তাদের মূল্যবোধ, আদর্শ, দুর্বলতা,এই দুর্বলতার কারণ কী...এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক হওয়া উচিত’।
মোদী বলেছেন, প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক দলগুলি দেশ তথা গণতন্ত্রের পক্ষে প্রয়োজনীয়।
স্বচ্ছ ভারত অভিযানে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশংসা করেছেন মোদী। তিনি বলেছেন, সংবাদপত্রগুলির অর্ধেক পাতাই হয়ত সরকারের সমালোচনায় ভরা। কিন্তু স্বচ্ছ ভারত অভিযানের প্রসঙ্গ উঠলে প্রত্যেকেই একই অবস্থান নেয়।