নয়াদিল্লি: পরিবারের সঙ্গে বড়দিন পালন করে কট্টরপন্থীদের নিশানায় মহম্মদ কাইফ। সোস্যাল মিডিয়ায় ট্রোলড হলেন এই নামী প্রাক্তন ভারতীয় টেস্ট, ওয়ান ডে-র ক্রিকেটার।
এই প্রথম নয়, এর আগে কখনও দাবা খেলে, সূর্য নমস্কার করে, সুপ্রিম কোর্টের তিন তালাক বিরোধী রায়ের প্রশংসা করেও নিন্দুকদের টার্গেট হয়েছেন তিনি।




এবার পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপনের ছবি ট্যুইটারে পোস্ট করে কাইফ লিখেছেন, শুভ বড়দিন। শান্তি, ভালবাসার জয় হোক। ছবিতে দেখা যাচ্ছে, ক্রিসমাস ট্রি-র পাশে কাইফ ও তাঁর পরিবার। কিন্তু নিন্দুকদের অভিযোগ, তিনি ইসলামি ঐতিহ্যের অপমান করেছেন। কেউ তাঁকে পরামর্শ দিয়েছে, ধর্মনিরপেক্ষ দেশ, লোকজনও ধর্মনিরপেক্ষ। কিন্তু এসব করার আগে নিজের ধর্মের কথা আগে ভাবো। কেউ কটাক্ষ করেছে, নতুন বছর হলে ঠিক ছিল, কিন্তু এই পরব তো মুসলমানদের নয়। আবার কেউ বলেছে, মুসলমান হয়ে এসব করছ, লজ্জা হওয়া উচিত তোমার!

কে কী বলছেন, দেখে নিন-