নয়াদিল্লি: সংসদের লাইব্রেরিতে সাংসদরা কেউ নন, গম্ভীর মুখে বসে আছে এক বাঁদর। সকাল সকাল এই দৃশ্য দেখে লাইব্রেরিয়ানের চোখ নিশ্চয় কপালে উঠে গিয়েছিল। এক আধ মিনিট নয়, পাক্কা আধঘণ্টা লাইব্রেরিতে বসে জ্ঞান অর্জন করে সে। তারপর হইচইতে বিরক্ত হয়ে টেবিলের ওপর লাফিয়ে ওঠে, সেখান থেকে ইলেকট্রিক তার ধরে ঝুলে ঝুলে সংসদের গ্যালারিতে উঠে যায়। সেভাবে নেমেও আসে। লাইব্রেরি থেকে বার হওয়ার পথ চোখে না পড়ায় সদর দরজা ধরে সে। সবুজ কার্পেটে মোড়া পথ দিয়ে খানিকটা এসে গ্রাম্ভারিচালে ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যায়।
লাইব্রেরিতে বাঁদর দেখে লাইব্রেরি কর্মীরা সংসদের নিরাপত্তা রক্ষীদের খবর দিলেও বাঁদরকে ঠেকানোর প্রশিক্ষণ না থাকায় তাঁরা কেউ দেখা দেননি। এই সময়টা লাইব্রেরি হল দাপিয়ে বেড়ায় বাঁদর। ব্যাপার দেখে নিরাপত্তা রক্ষীরা তক্ষুনি সেন্ট্রাল হলের দরজা বন্ধ করে দেন, যাতে মন্ত্রী, সাংসদদের মধ্যে তার অনুপ্রবেশ না ঘটতে পারে।
ব্যাপার দেখে বিরক্ত বাঁদর সংসদ ভবনকে টা টা করে নিজেই বেরিয়ে যায়। তবে সংসদে জীবজন্তুর আনাগোনা অবশ্য এই প্রথম নয়। মে মাসেও সংসদ চত্বরে একটি নীলগাই ঢুকে পড়েছিল। তাকে ধরতে নিরাপত্তা রক্ষীদের কালঘাম ছুটে যায়।
সংসদের লাইব্রেরিতে ঢুকে পড়ল বাঁদর! চেঁচামেচিতে বেরিয়ে গেল ভিআইপি গেট দিয়ে
ABP Ananda, web desk
Updated at:
30 Jul 2016 05:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -