নয়াদিল্লি: এ বছর স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
ভারতীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল লক্ষ্মণ সিংহ রাঠৌর জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে দীর্ঘ সময় ধরে গড় বৃষ্টিপাত হতে পারে ১০৮ শতাংশ। দক্ষিণ ও মধ্যভারতে গড় ১১৩ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে উত্তর-পূর্ব ভারতে ৯৪ শতাংশ বৃষ্টিপাত হতে পারে, যা স্বাভাবিকের থেকে কম, বলে জানিয়েছেন তিনি।
দীর্ঘ সময় ধরে গড় বৃষ্টিপাতের পরিমান ৯০ শতাংশের কম হলে তাকে স্বাভাবিকের থেকে কম ধরা হয়। ৯৬ থেকে ১০৪ শতাংশকে স্বাভাবিক বৃষ্টিপাত হিসেবে ধরা হয়। ১০৪ থেকে ১১০ শতাংশকে ধরা হয় স্বাভাবিকের থেকে বেশি। আর তা ১১০ শতাংশের সীমা ছাড়ালে, তা অতিরিক্ত বৃষ্টিপাত হিসেবে বিবেচ্য হয়।
ভারত কৃষিপ্রধান দেশ। বৃষ্টিপাতের ওপরেই মূলত নির্ভর করতে হয় কৃষিকে। কিন্তু ২০১৫-২০১৬ সালে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ক্ষতিগ্রস্থ হয় কৃষিকাজ। তীব্র দাবদাহে খরা পরিস্থিতি সৃষ্টি হয়। খরা বিধ্বস্ত এলাকার কৃষকদের সাহায্যার্থে ১০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ অনুমোদন করে কেন্দ্র।
এই পরিস্থিতিতে বৃষ্টির দিকে তাকিয়ে গোটা দেশ।
স্বাভাবিকের চেয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2016 12:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -