নয়াদিল্লি: বেঙ্গালুরুতে বর্ষশেষের রাতে মহিলাদের গণশ্লীলতাহানির ঘটনা নিয়ে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। এরইমধ্যে রাজধানীতে বর্ষশেষের রাতে মহিলাদের নিগ্রহর ভিডিও প্রকাশ্যে এল। ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তরপশ্চিম দিল্লির মুখার্জিনগর এলাকায় বাইক আরোহী এক মহিলাকে যৌন হেনস্থা করছে দুই মদ্যপ ব্যক্তি।হলুদ ও নীল রঙের জ্যাকেট পরিহিত দুই দুষ্কৃতী বাত্রা সিনেমার কাছে বাইকের সিট থেকে মহিলা আরোহীকে টেনে নামানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে এসে পুলিশ কর্মীরা বাধা দিলে দুজন পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই দলবল নিয়ে এসে পুলিশের ওপর চড়াও হয় তারা। মদ্যপ ব্যক্তিরা ভাঙচুর চালায় পুলিশ চৌকিতে। ভাঙা হয় পুলিশের গাড়িও। দুষ্কৃতীদের হাতে আহত হন কয়েক জন মহিলা পুলিশকর্মীও।
মুখার্জীনগরে অনেক পড়ুয়া থাকেন যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন। দুই মত্ত দুষ্কৃতী ও তাদের দলবল পড়ুয়া বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ১২০০ থেকে ১৫০০ পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সরকারি সম্পত্তি ভাঙচুর, মারদাঙ্গা, সরকারি কর্মীদের ওপর হামলা এবং মহিলাকে শ্লীলতাহানির জন্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।