নয়াদিল্লি: সরকারি-বেসরকারি ওয়েবসাইটগুলিতে ২০ হাজারেরও বেশি আধারের তথ্য রয়েছে। চাইলেই সেগুলি দেখা যায়। এমনই দাবি করলেন ফ্রান্সের গবেষক ব্যাপটিস্ট রবার্ট। ফলে ফের প্রশ্নের মুখে আধারের গোপনীয়তা।

রবার্ট নিজের দাবির স্বপক্ষে বলেছেন, ‘আমি তিন ঘণ্টারও কম সময়ে ২০ হাজারেরও বেশি আধার কার্ড খুঁজে বার করেছি। প্রতিটি আধার কার্ডের তথ্যই ফাঁস হয়ে গিয়েছে। এই তথ্য পাওয়ার জন্য কাউকে হ্যাকিংও করতে হবে না। সহজেই আধারের তথ্য পাওয়া যাচ্ছে।’

আধার প্রস্তুতকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) অবশ্য রবার্টের এই দাবি খারিজ করে দিয়েছে। ইউআইডিএআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই ফরাসি গবেষক অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। যদি কয়েকজন ব্যক্তির আধারের তথ্য প্রকাশিত হয়ে যায়, তার মানে এই নয় যে আমাদের সিস্টেমে খামতি আছে।’

আধারের গোপনীয়তা নিয়ে প্রশ্ন নতুন নয়। এর আগেও আধারের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। রবার্ট সেই প্রশ্নই উস্কে দিলেন।