মুম্বই: আজ বাইকুল্লা জেলে শিনা বোরা হত্যা মামলার মুখ্য অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে জেরা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি মনে করছে, ইন্দ্রাণী তাঁর স্বামী পিটার মুখোপাধ্যায় ও সৎ ছেলে রবিন মুখোপাধ্যায়ের সঙ্গে অর্থপাচারও করেছেন। এছাড়া এ দেশ থেকে বেআইনিভাবে অর্থ সংগ্রহ করে ইংল্যান্ডে আর্থিক লেনদেন করেন তাঁরা।
এই মুহূর্তে বিশেষ সিবিআই আদালতে বিচার চলছে ইন্দ্রাণীর। তিনি রয়েছেন বাইকুল্লা জেলে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ইডি ৫ পাতা আবেদন জমা দেয় সিবিআইয়ের কাছে। কিন্তু যেহেতু শিনা বোরা হত্যা মামলার প্রায় রোজ শুনানি চলছে, তাই তাঁকে এই মুহূর্তে ইডি হেফাজতে পাঠানো হলে বিচারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে।
পিটার ও ইন্দ্রাণী ২০০৬ সালে মুম্বইতে শুরু করেন আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেড। সংস্থায় এফডিআই বা বিদেশি বিনিয়োগ চেয়ে তাঁরা আবেদন করেন ফরেন ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভাল বোর্ডে। ইডি বলছে, তখনই তাঁদের সংস্থায় এফডিআই সহ ২৬ শতাংশ বিনিয়োগ ছিল, তাঁরা ইচ্ছে করে সে তথ্য চেপে যান। অথচ তৎকালীন অর্থ মন্ত্রক তাঁদের প্রস্তাব ইতিবাচকভাবে দেখে, সে সময়ের অর্থমন্ত্রী প্রস্তাবে ছাড়পত্রও দেন।
দেখা যাচ্ছে, আইএনএক্স মিডিয়ায় সব মিলিয়ে ৪৬.২ মিলিয়ন ভারতীয় মুদ্রা বিনিয়োগের সরকারি ছাড়পত্র ছিল। কিন্তু শুধু ২২ অগাস্ট, ২০০৭ থেকে ১২ মে, ২০০৮-এর মধ্যেই ওই সংস্থায় ৩০৫৩.৬ মিলিয়ন ভারতীয় মুদ্রা বিদেশি বিনিয়োগ ঢোকে। ইডি বলছে, অতিরিক্ত ৩০০৭.৪ মিলিয়ন মুদ্রা এসেছে মরিশাসের ৩টি সংস্থা থেকে।
সিবিআই আদালতে আবেদন করে ইডি বলেছে, সিবিআই-ও মনে করছে, আর্থিক কারণেই নিজের মেয়েকে খুন করান ইন্দ্রাণী। তাই তারাও তাঁকে কদিন ধরে জেরা করতে চায়।
আরও বিপাকে ইন্দ্রাণী মুখোপাধ্যায়, আজ ইডি অর্থপাচার কাণ্ডে জেরা করবে তাঁকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Nov 2017 01:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -