মুজফ্ফরনগর:  আড়াই বছরের দুধের শিশুকে ঘুম চোখে মা স্তন্যপান করিয়েছিল। খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু তখনও কেউ বোঝেনি কী বিভীষিকা অপেক্ষা করছে সকলের জন্যে। ঘুমন্ত অবস্থায় ওই মহিলাকে সাপে কাটে। এরপর মেয়ে কেঁদে উঠলে মা দুধ খাওয়ায়। কিন্তু বিষাক্ত দুধ পান করে অসুস্থ হলে পড়ে একরত্তি মেয়েটিও। মা-মেয়ে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সত্যিটা বোঝা যায়। মৃত্যু হয়েছে দুজনেরই।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে মান্ডলা গ্রামে গতকাল সন্ধেবেলা।