কানপুর:  চলন্ত ট্রেনের মধ্যে মা-মেয়েকে ধর্ষণের চেষ্টা। দুষ্কৃতীদের থেকে বাঁচতে কানপুরের কাছে ৪০ বছরের এক মহিলা ট্রেন থেকে ঝাঁপ দিলেন তাঁর কিশোরী মেয়েকে নিয়ে। শনিবার গভীর রাতে হাওড়া-যোধপুর এক্সপ্রেসে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

মা-মেয়ে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন। তাঁরা দুজনেই ছিলেন অসংরক্ষিত কামরায়। শনিবার গভীর রাতে কিশোরীকে  জোর করে শৌচাগারের মধ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। সেই সময় মেয়েকে বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দেন মা ও মেয়ে। ঘটনাটি ঘটে কানপুর এবং চাণ্ডারি স্টেশনের মধ্যে। ঘটনার পরই দুজনে জ্ঞান হারান। ঘণ্টা দুয়েক পর জ্ঞান ফেরে মা-মেয়ের। তারপর গুরুতর জখম মা-মেয়ে চাণ্ডারি রেল স্টেশনে যান। সেখানেই সাধারণ মানুষ সাহায্যের জন্যে এগিয়ে আসেন। অ্যাম্বুলেন্সে করে তাঁদের লালা লাজপত রাই হাসপাতালে পাঠানো হয়।

রেলপুলিশ ঘটনার কথা রবিবার দুপুরে জানতে পারে। এই ঘটনায় এখনও এফআইআর দায়ের হয়নি, তবে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, জানানো হয়েছে রেলপুলিশের তরফে। মহিলার স্বামী দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। কিশোরী মেয়েটি কলকাতার একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। মহিলা পুলিশকে জানিয়েছেন, ট্রেনটি হাওড়া ছাড়ার পর থেকেই প্রায় ১০-১৫ জনের একটি দল তাঁর মেয়েকে টিজ করতে থাকে। মেয়েটিকে পিছনে থেকে জাপটে ধরার চেষ্টাও করে তারা। এমনকি ইলাহাবাদে এই ক্রমাগত হেনস্থার বিষয় অভিযোগও জানানো হয়। আরপিএফ তাদের সরিয়ে নিয়ে যায়। কিন্তু আধ ঘণ্টা পর ফের ফিরে এসে তামাশা করতে থাকে ওই দুষ্কৃতী দলটি।