মুম্বই: দুই মেয়ের মধ্যে বড়টিকে আগেই দেহব্যবসায় ঠেলে দিয়েছিলেন। সে অর্থ উপার্জন করছে দেখে ছোট মেয়েকেও একই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক মহিলা। তবে তাঁর এই ঘৃণ্য উদ্দেশ্য সফল হয়নি। তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
চেম্বুর থানা সূত্রে খবর, এই পরিবার আদতে রাজস্থানের বাসিন্দা। ওই মহিলার স্বামী শ্রমিকের কাজ করেন। তাঁর রোজগার সামান্য। অভাবের তাড়নায় ওই মহিলার বড় মেয়ে মুম্বইয়ে আসে। সে একটি বারে কাজ করতে শুরু করে। সেখান থেকেই দেহব্যবসায় নামে মেয়েটি। সে যখন বাড়ি ফিরত, মায়ের হাতে প্রায় ১০ হাজার টাকা তুলে দিত। বড় মেয়ে এভাবে টাকা এনে দিচ্ছে দেখে ১৫ বছর বয়সি ছোট মেয়েকেও দেহব্যবসার পথে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেন ওই মহিলা। তবে পুলিশ আগেই খবর পেয়ে গিয়ে ফাঁদ পেতে তাঁকে গ্রেফতার করে।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধৃত মহিলার বিরুদ্ধে নারী পাচার রোধ এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। নাবালিকা মেয়েটিকে একটি শিশু হোমে পাঠানো হয়েছে। তার দিদিকে অন্য একটি হোমে পাঠানো হয়েছে।
বড় মেয়ে প্রচুর টাকা আনে, ছোট মেয়েকেও দেহব্যবসায় নামানোর চেষ্টা, গ্রেফতার মা
Web Desk, ABP Ananda
Updated at:
08 Apr 2018 02:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -