শিবপুরী: ৭২ বছরের এক অধ্যাপককে অনাথআশ্রমের ছয় নাবালিকাকে ধর্ষণের দায় গ্রেফতার করা হয়েছে। অনাথআশ্রমটি চালান অভিযুক্ত অধ্যাপকরেই মেয়ে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শিবপুরী এলাকায়।
অধ্যাপকের মেয়ে শৈল অগ্রবাল পেশায় আইনজীবী। মহিলা অপরাধ দমন শাখার ইন্সপেক্টর আরাধনা দেবী তাঁর বিরুদ্ধেও চার্জ গঠন করেছেন, কারণ তিনি তাঁর বাবাকে এই অনৈতিক কাজ করতে সাহায্য করেছেন।
প্রসঙ্গত, শিশু ও মহিলা কল্যান দফতরের এক আধিকারিক এস শুক্লা সম্প্রতি ওই অনাথআশ্রম পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়েই তাঁর প্রথম সন্দেহ জাগে। ওই আধিকারিক সেখানকার বাচ্চাদের সঙ্গে কথা বলেছিলেন। সন্দেহ হওয়ায় দ্বিতীয়বার তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করেন। তখনই সেখানে উপস্থিত ছজন নাবালিকা জানান কে.এন অগ্রবাল তাঁদের একাধিকবার ধর্ষণ করেছেন। তারপরই অভিযুক্ত বাবা এবং মেয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় আদালতের নির্দেশে অভিযুক্ত অধ্যাপকের মেয়েকে আগামীকাল পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অনাথআশ্রমের ৬ নাবালিকাকে ধর্ষণের দায় গ্রেফতার ৭২ বছরের অধ্যাপক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2016 12:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -