লখনউ: উত্তরপ্রদেশ ভোটে হারের জন্য ছেলেকে দোষ দিতে অস্বীকার করেছিলেন তিনি। কিন্তু এবার মুখ খুললেন মুলায়ম সিংহ যাদব। মৈনপুরীতে সমাজবাদী পার্টি নেতাদের এক সমাবেশে তিনি বলেছেন, যে ছেলে নিজের বাবার হয়নি, সে অন্যের হবে কী করে।


অন্য নেতাদের উদাহরণ টেনে তিনি বলেন, কেউ নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী করে না। আমি তাই করেছি।

উত্তরপ্রদেশ নির্বাচনের সময় ছেলের সঙ্গে মৌখিক বোঝাপড়া করে নিলেও মুলায়ম ভোট চান শুধু কনিষ্ঠ পুত্রবধূ অপর্ণা যাদব ও ভাই শিবপাল যাদবের জন্য।

ভোটের পর মুলায়ম-অখিলেশকে একসঙ্গে দেখা যাওয়ায় অনেকেরই মনে হয়েছিল, বাবা-ছেলের মধ্যে মিটমাট হয়ে গিয়েছে। কিন্তু মুলায়মের কথায় পরিষ্কার, ছেলেকে এখনও ক্ষমা করেননি তিনি।

দলীয় ক্ষমতা দখল নিয়ে উত্তরপ্রদেশ ভোটের আগে চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় মুলায়ম-অখিলেশ দ্বন্দ্ব। সিংহভাগ বিধায়ককে নিজের দিকে টেনে নিয়ে সে যাত্রায় জয়ীর শিরোপা পান অখিলেশ। কিন্তু ভোটে শোচনীয় হার আবার উল্টে দিয়েছে সব হিসেবনিকেশ।