১৯৯০ সালের ৩০ অক্টোবর বিশ্বহিন্দু পরিষদের ডাকে অযোধ্যায় রাম জন্মভূমি-বাবরি মসজিদের বিতর্কিত স্থানে রাম মন্দির বানানোর জন্য দেশের বিভিন্ন অংশ থেকে লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলেন। মুলায়মের দাবি, সেদিন পুলিশের গুলিতে ২৮ জনের মৃত্যু হয়। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী দাবি করেন, ৫৬ জনকে গুলি করে মেরেছিল পুলিশ। এ বিষয়ে বাজপেয়ীর সঙ্গে তাঁর তর্ক হয়েছিল বলেও দাবি করেছেন মুলায়ম। তাঁর মতে, সারা দেশে মুসলিমরা নিজেদের ধর্মস্থান রক্ষার জন্য হাতে অস্ত্র তুলে নিলে দেশে ভয়ঙ্কর অবস্থা তৈরি হত। সেই কারণেই করসেবকদের গুলি করে মারা হয়।
মুলায়মের আরও দাবি, অযোধ্যায় করসেবকদের গুলি করে মারার পরেও ১৯৯৩ সালের নির্বাচনে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি শতাধিক আসনে জয়লাভ করেছিল। এখনও মুসলিমরা সপা-কেই সমর্থন করেন। কিন্তু দলীয় নেতাদের ব্যর্থতার কারণেই সপা মুসলিমদের ভোট পাচ্ছে না।