লখনউ: উত্তরপ্রদেশের সদ্যনিযুক্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদবের কনিষ্ঠ পুত্রবধূ অপর্ণা যাদব। সঙ্গে ছিলেন স্বামী প্রতীক যাদব। লখনউতে ভিভিআইপি গেস্ট হাউসে প্রায় আধঘন্টা ধরে তাঁরা আদিত্যনাথের সঙ্গে কথাবার্তা বলেন। মুখ্যমন্ত্রী পদে দায়িত্বগ্রহণের পর এই গেস্টহাউসেই রয়েছেন আদিত্যনাথ।


সমাজবাদী পার্টিকে হারিয়েই ১৪ বছর পর রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপি। সেই সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতার পরিবারের পুত্র ও পুত্রবধূর আদিত্যনাথের সঙ্গে সাক্ষাত্কার ঘিরে জল্পনা দেখা দিয়েছে। যদিও এটা নিতান্তই সৌজন্য সাক্ষাত্কার হিসেবে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য বিধানসভার ভোটের আগে যাদব পরিবারের দলের ক্ষমতা নিয়ে লড়াই তুঙ্গে ওঠে। বাবার হাত থেকে সমাজবাদী পার্টির কর্তৃত্ব দখল করেন সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

ভোটে মুলায়মের দ্বিতীয় পত্নী সাধনার পুত্র প্রতীকের স্ত্রী লখনউ আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছিলেন।কিন্তু বিজেপির রীতা বহুগুণা যোশীর কাছে হেরে যান তিনি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে পারিবারিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অপর্ণা।