মুম্বই: রানওয়েতে সারাইয়ের কাজ চলায় আজ সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকছে মুম্বই বিমানবন্দর। আগামীকালও একই সময়ে বন্ধ থাকবে এই বিমানবন্দর। ফলে দেশের অন্যান্য বিমানবন্দরগুলির উপরেও প্রভাব পড়বে।
মুম্বই বিমানবন্দরে দু’টি রানওয়ে থাকলেও, অবস্থানের কারণে একই সময়ে দু’টি রানওয়ে ব্যবহার করা যায় না। ১২,০০৮ ফুট লম্বা এই রানওয়েতে প্রতি ঘণ্টায় ৪৬টি বিমান ওঠা-নামা করার কথা থাকলেও, বেশিরভাগ সময়ই ঘণ্টায় ৫০টিরও বেশি বিমান ওঠা-নামা করে। দিল্লির পর মুম্বই বিমানবন্দরই দেশের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। ২০১৬-১৭ সালে মুম্বই বিমানবন্দর দিয়ে ৪৫ মিলিয়নেরও বেশি যাত্রী যাতায়াত করেন। গত ২০ জানুয়ারি মুম্বই বিমানবন্দর একদিনে সবচেয়ে বেশি উড়ানের রেকর্ড গড়ে। সেদিন এই বিমানবন্দর থেকে ৯৮০টি উড়ান যাতায়াত করে। এর আগে একদিনে সবচেয়ে বেশি উড়ানের রেকর্ড ছিল ৯৭৪টি।
চলছে রানওয়ে সারাইয়ের কাজ, আজ, আগামীকাল ৬ ঘণ্টা করে বন্ধ মুম্বই বিমানবন্দর
Web Desk, ABP Ananda
Updated at:
09 Apr 2018 11:51 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -