মুম্বই: মেয়ের বিয়েতে যত টাকা অভ্যাগতরা উপহার হিসেবে দিয়েছেন, সবই এক স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করলেন মুম্বইয়ের ইঞ্জিনিয়ার রাজেশ আকরে। সব মিলিয়ে তিনি দান করেছেন ৫ লাখ টাকা।


সিভিল ইঞ্জিনিয়ার রাজেশ মুম্বইয়ের দাহানুর দান্ডেপাড়া এলাকার বাসিন্দা। বড় মেয়ে ঊর্বি চাকরি করেন মিউজিয়ামে। গত মাসে মেয়ের বিয়ে দিয়েছেন রাজেশ। বিয়েতে যত টাকা ক্যাশ উপহার পেয়েছেন তাঁর মেয়ে, সব তাঁরা তুলে দিয়েছেন ব্রাদারহুড অফ পিপল প্রোজেক্ট নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে।

বিয়েতে অভ্যাগতদের এ কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন রাজেশ। নিমন্ত্রণপত্রেও উল্লেখ করা ছিল তাঁদের এই সিদ্ধান্তের কথা।


রাজেশ জানিয়েছেন, তিনি আর্থিকভাবে স্বচ্ছল। তাই যাঁরা তাঁর মত ভাগ্যবান নন, তাঁদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিতে চেয়েছিলেন তিনি। তারপর পরিবারের সঙ্গে কথা বলে এই দানের সিদ্ধান্ত।