মুম্বই:  ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন  ভারতের এক নামী বেসরকারি সংস্থার প্রাক্তন জেনারেল ম্যানেজার । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। মুম্বইয়ের পারেলের এক বহুতলের ১৫ তলার ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি।


প্রশান্ত সিব্বল নামের ওই ব্যক্তি আত্মঘাতী হওয়ার আগে একটি সুইসাইড নোটও লিখে গেছেন। সেখানে তিনি লিখে গেছেন, তাঁর মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। কালাচৌকি পুলিশ স্টেশন সূত্রে খবর, ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি কল্পতরু নামের এক বহুতলের ওপর থেকে ঝাঁপ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে তাঁকে কেইএস হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত ব্যক্তির স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। পুলিশ সূত্রে খবর, যে সংস্থায় কর্মরত ছিলেন প্রশান্ত, সেখান থেকে সম্প্রতি তাঁকে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হয়। এরপর থেকে ওই ব্যক্তি অবসাদে চলে গিয়েছিলেন। এরজন্যে তাঁর চিকিত্সাও শুরু হয়েছিল।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষের পর মার্কেটিং ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট করেন সিব্বল। ১৯৯৩ সালে সেলস অফিসার হিসেবে এই সংস্থায় যোগ দেন ওই ব্যক্তি। এবছর এপ্রিলে সংস্থা ছাড়েন।