নয়াদিল্লি:  গোপনসূত্রে বিমান ছিনতাইয়ের খবর পেয়ে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বই, চেন্নাই এবং হায়দরাবাদে বাড়ানো হল সতর্কতা। হাই অ্যালার্ট জারি হয়েছে পুরো এলাকায়। দেশের নিরাপত্তাসংস্থার কাছে খবর আসে দেশের এই তিন বিমানবন্দর থেকে বিমান ছিনতাইয়ের সম্ভাবনা রয়েছে। তার জেরেই এই তত্পরতা।

সূত্রের খবর শনিবার মুম্বই পুলিশের কাছে এক মহিলার থেকে ইমেল আসে। ইমেল-এ ওই মহিলা দাবি করেছেন তিনি ছজন তরুণকে নিজেদের মধ্যে ওই তিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করতে শুনেছেন। এরপরই তত্পরতার সঙ্গে মুম্বই পুলিশ ওই ইমেলটি দেশের সমস্ত নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়ে দেয়। উল্লেখিত তিন বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কোনওরকম সন্দেহভাজন কিছু দেখলে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ)ডিরেক্টর জেনারল ওপি সিংহও ওই তিন বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর খবর নিশ্চিত করেছেন। যেকোনও রকমের অন্তর্ঘাত এড়ানোর জন্যে সবধরনের ব্যবস্থাগ্রহণও করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যেক বিমানযাত্রীকে খুব ভাল করে পরীক্ষা করা হচ্ছে, যাত্রীদের জিনিষপত্রের স্ক্যানিং বাড়ানো হয়েছে। বিমানবন্দরের আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে টহল।

তবে এই নিয়ে যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন সিআইএসএফ-এর এক প্রবীণ আধিকারিক। এই সমস্ত বিমানবন্দর থেকে সঠিক সময়ই বিমান ওঠা নামা করছে বলে জানা গিয়েছে।