মুম্বই: বিমানযাত্রীদের ফেলে দেওয়া খাবার জোগাড় করে অভুক্তদের খাওয়ানোর ব্যবস্থা করে নজির গড়লেন মুম্বইয়ের এক তরুণ।
বিশাব মেটা নামে ওই যুবক নিজের ফেসবুক পোস্টে লেখেন, একবার বিমানে চেপে মুম্বই থেকে জয়পুর যাচ্ছিলেন। তিনি দেখেন, ফ্লাইটে দেওয়া খাবার অনেকক্ষেত্রে অপচয় হচ্ছে এবং ফেলা যাচ্ছে।
এই দৃশ্য দেখে বিশাবের মধ্যে একটা অস্বস্তিবোধ জাগে। তিনি বিমানের ক্রুদের অনুরোধ করেন, একটি ব্যাগ দিতে, যাতে তিনি প্রত্যেক যাত্রীর ফেলে যাওয়া খাবার সংগ্রহ করতে পারেন।
বিশাব জানান, তাঁর এই প্রস্তাব শুনে খুশি হন বিমানে কর্মরত কর্মীরা। ক্রু সদস্যরা তাঁকে বলেন, আপনি বসুন। আমরাই প্রত্যেক যাত্রীর ফুড ট্রে থেকে না-খাওয়া খাবারগুলি সংগ্রহ করে দিচ্ছি।
বিশাব জানান, ফ্লাইট থেকে তিনি ৭০টি বার্গার বান, ৫০টি বার্গার পকেট এবং ৩০টি চকোলেট পান। তিনি জানান, বেরিয়ে ওই খাবার তিনি রাস্তার ধারে থাকা কচিকাঁচাদের মধ্যে বিলিয়ে দেন। মেটার এই অভিনব উদ্যোগ সকলেই ভীষণ প্রশংসা করেন। ২৩ হাজারের বেশি মানুষ তাঁর ওই পোস্ট শেয়ার করেন।
প্রসঙ্গত, গ্লোবাল ফুড ক্রাইসিস সংক্রান্ত একটি রিপোর্ট বলছে, ৫১টি দেশে প্রায় ১২.৪ কোটি মানুষ বর্তমানে প্রতিনিয়ত খিদের সমস্যার সম্মুখীন হচ্ছেন। ১৩০ কোটি জনসংখ্যা নিয়ে ২০১৭ সালে বিশ্ব ক্ষুধা সূচকের নিরিখে ভারতের অবস্থান ‘গুরুতর’ শ্রেণিতে রয়েছে।