মুম্বই: মেয়ে প্রেম করে বিয়ে করেছে। এটা মানতে না পেরে তাকে খুনের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার মুম্বই শহরতলি ঘাটকোপারের ফুটপাথ থেকে ছুরির আঘাতের দাগ থাকা এক যুবতীর মৃতদেহ উদ্ধার হওয়ার পরদিন তদন্তে নেমে গ্রেফতার বাবাকে জেরা করে একথা জানাল পুলিশ। ২০ বছরের মেয়েটি সন্তানসম্ভবা ছিল।
এক পুলিশ অফিসার জানিয়েছেন, ৫৫ বছর বয়সি রামকুমার চৌরাসিয়া মেয়ে মীনাক্ষীর ওপর অসন্তুষ্ট ছিলেন সে তাঁর মত না নিয়ে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছে বলে। ছেলেটির সঙ্গে চার বছরের বেশি তার প্রেম ছিল। রবিবার মীনাক্ষীর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখা যায় নারায়ণ নগর এলাকায়। শরীরে ছুরির আঘাতের চিহ্নও ছিল। পুলিশ অফিসারটি বলেন, তদন্তে বেরয়, মীনাক্ষী বিবাহিত, গর্ভবতী ছিল। তার স্বামী, শ্বশুরবাড়ির লোকজন, তার বাবার সঙ্গে কথা বলি আমরা। জানতে পারি, সে শ্বশুর-শাশুড়িকে বলেছিল, বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছে, তার সঙ্গেই বাপের বাড়ি যাবে। মীনাক্ষী বাবার সঙ্গেই শনিবার রাতে ছিল। তার মধ্যেই তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন বাবা।
মধ্য মু্ম্বইয়ের মাতুঙ্গার বাসিন্দা চৌরাসিয়ার এলাকায় একটি পান দোকান আছে বলে জানিয়েছে পুলিশ।
সম্মতি না নিয়ে প্রেমের বিয়ে, গর্ভবতী মেয়েকে হত্যা! গ্রেফতার বাবা
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jul 2019 01:12 PM (IST)
এক পুলিশ অফিসার জানিয়েছেন, ৫৫ বছর বয়সি রামকুমার চৌরাসিয়া মেয়ে মীনাক্ষীর ওপর অসন্তুষ্ট ছিলেন সে তাঁর অমতে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছে বলে। ছেলেটির সঙ্গে চার বছরের বেশি তার প্রেম ছিল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -