এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, এই কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, ‘ট্যুইটারে ডিপি হিসেবে কৃষ্ণর ছবি ব্যবহার করা এক ব্যক্তি আমার নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার আগে দু’বার ভাবেনি। একজন মা হিসেবে আমি ভয় পাচ্ছি। আমি কোনওদিনই চাইব না কেউ আমার সন্তানকে হুমকি দিয়ে পার পেয়ে যাক।’ এই অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
প্রিয়ঙ্কার মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার নিন্দা করে এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।