লখনউ: হোলির দিন শান্তি, সদ্ভাব বজায় রাখতে শুক্রবারের নমাজের সময়সীমা এক ঘন্টা বদল করলেন ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি। অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের কর্মসমিতির সদস্য মাহলি বলেছেন, এখানে ইদগাহে নমাজের প্রার্থনার সময় বদল করা হয়েছে। বেলা ১টা ৪৫-এ হবে প্রার্থনা। অতীতে হোলিতে মাতোয়ারা লোকজনের সঙ্গে নমাজের প্রার্থনায় যোগদানকারীদের বচসা ঘিরে অশান্তি হয়েছে। আমরা বিশেষ করে মিশ্র জনবসতিপূর্ণ এলাকার শান্তি বজায় রাখার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি অন্য মসজিদগুলির ইমামদেরও, বিশেষত উত্তেজনাপ্রবণ এলাকাগুলির, শুক্রবারের নমাজের সময়সূচি আধ থেকে এক ঘন্টা এদিকওদিক করার আবেদন জানিয়েছেন।
শিয়া পন্ডিত মৌলানা কালবে জাওয়াদও আসিফি মসজিদে প্রার্থনার সময় বদল করেছেন বলে জানান মাহলি। বেলা ১২টা ২০-র বদলে প্রার্থনা হবে দুপুর ১টায়।
নমাজের সময়সূচি বদল করে সারা দেশের সামনে সম্প্রীতির নজিরও তৈরির পাশাপাশি ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা রয়েছে, এই ধারণাও নস্যাত্ করে দেওয়া যাবে বলে অভিমত জানিয়েছেন মাহলি।
অতীতে হিন্দুরাও এ ধরনের পদক্ষেপ করেছিল বলে জানান তিনি। মাহলি বলেন, বকরি ঈদের সঙ্গে একই সময়ে হওয়ার ফলে এবছর জগন্নাথ যাত্রা দু ঘন্টা পিছিয়ে দেওয়া হয়, তার রুটও বদল করা হয়। রমজানের সময় তিনটি পরিবারের ঈদগাহর উল্টো দিকে রামলীলা ময়দানে বিয়ের আসর ছিল। ওরা আমাদের আবেদন মেনে বাজি পোড়ানো, ডিজে, গানবাজনার অনুষ্ঠান বাতিল করে।