নয়াদিল্লি: দিল্লির জামা মসজিদ আদতে ছিল যমুনা দেবী মন্দির। বিজেপি নেতা বিনয় কাটিয়ারের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের সভাপতি সাজিদ রশিদি। তাঁর অভিযোগ, কেন্দ্রের শাসকদল ঘৃণার রাজনীতি করছে এবং দেশে সন্ত্রাস ছড়াচ্ছে। বিজেপি এই দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু বিবিধ সংস্কৃতির দেশ কোনওভাবেই হিন্দুরাষ্ট্র হতে পারে না।
ইমাম রশিদি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, অযোধ্যা বিতর্কের নিষ্পত্তি হয়ে যদি রাম মন্দির নির্মাণ শুরু হয়, তাহলে বিজেপি জামা মসজিদ ও কাশীর ওপর দাবি জানাতে শুরু করতে পারে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট দীর্ঘদিনের বকেয়া অযোধ্যা বিতর্কের মামলার শুনানি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে।
কাটিয়ার দাবি করেছেন, দিল্লির জামা মসজিদ আদতে ছিল যমুনা দেবী মন্দির। তাঁর আরও দাবি, মুঘল সম্রাটরা প্রায় ৬০০০ জায়গা ভেঙে দিয়েছিল। দিল্লির জামা মসজিদ আসলে ছিল যমুনা দেবী মন্দির। একইভাবে তাজমহল ছিল আসলে হিন্দু মন্দির।
ঘৃণার রাজনীতি করছে বিজেপি, তোপ মুসলিম ধর্মগুরুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Dec 2017 01:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -