ধানবাদ: দেশব্যাপী গোষ্ঠীসংঘর্ষের আবহের মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করল ঝাড়খণ্ডের একটি ছোট্ট গ্রাম। সেখানে হিন্দু মন্দিরের পুজোর জন্য ফুল ফোটাচ্ছেন মুসলিম পরিবাররা।


ধানবাদ থেকে ২০ কিলোমিটার দূরে বালিয়াপুর ব্লকের অন্তর্গত বিখরাজপুর গ্রাম। গ্রামের বাসিন্দা প্রায় ৪০টি মুসলিম পরিবার গত চার দশক ধরে হিন্দু মন্দিরের জন্য ফুলের চাষ করে এবং মালা গেঁথে আসছে।


এমনই একটি পরিবারের সদস্য শেখ সামসুদ্দিন জানান, ফুলচাষ করেই দিন গুজরান করেন তাঁরা। বলেন, আমরা ফুল ও মালা ঝরিয়ার একটি ব্যবসায়ীকে দিই। তিনি সেগুলি প্রয়োজনমতো মন্দিরে সরবরাহ করেন। জানান, একটি মালা ৫ টাকা দরে বিক্রি হয়।


শুধু ফুল চাষ বা মালা গাঁথাই নয়। রামনবমী বা দুর্গাপুজোর সময় এই কৃষকরা হিন্দুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মন্দির সাজান। স্থানীয় মন্দিরের পুরোহিত দয়াশঙ্কর দুবে জানান, উৎসবের সময় বিখরাজপুর থেকে ফুল আসেনি, এমনটা কখনও ঘটেনি।


তবে, ফুলচাষ করে পেট চালাতে যে প্রচণ্ড বেগ পেতে হয় তাও স্বীকার করে নিয়েছেন একাধিক কৃষক। আনোয়ার আলি  নামে আরেক কৃষক জানান, অনেক লাভবান সব্জির চাষের সুযোগ রয়েছে। কিন্তু, আমরা ভাবাবেগ ছেড়ে বেরিয়ে আসতে পারিনি।