আফরাজুল খুন লাভ জেহাদ নয়, স্রেফ অপরাধ, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2017 09:03 PM (IST)
মুখতার আব্বাস নাকভি
নয়াদিল্লি: কর্মসূত্রে রাজস্থানে যাওয়া মালদার বাসিন্দা আফরাজুল খানকে কুপিয়ে, পুড়িয়ে হত্যার ঘটনা 'লাভ জেহাদ' নয়, বললেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। এটা অপরাধমূলক ঘটনা বলে দাবি তাঁর। আজ নকভির ঘটনাটি সম্পর্কে প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। তবে আমাদের অপরাধের সঙ্গে ধর্মকে যোগ করা উচিত নয়। অপরাধমূলক ঘটনাকে অপরাধ বলেই দেখতে হবে। রাজ্য সরকার ইতিমধ্যেই দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে। কিছু অসুস্থ মানুষ ঘটনাটিকে 'লাভ জেহাদ' তকমা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সক্রিয় বলে অভিযোগ করেন নকভি, বলেন, ওদের কু-অভিপ্রায় সফল হবে না।
মালদার বাসিন্দা ৪৮ বছর বয়সি শ্রমিক আফরাজুলকে রাজস্থানের রাজসামন্দে কুপিয়ে খুন করে জ্বালিয়ে দেওয়ার ঘটনার ভয়ঙ্কর ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত শম্ভুনাথ রেগার আফরাজুলকে জ্বালিয়ে দেওয়ার পর 'লাভ জেহাদ'-এর বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে। ঘটনার তদন্ত করে পুলিশও জানিয়েছে, এটা লাভ জেহাদের ব্যাপার নয়।
মোদী সরকার সংখ্যালঘুদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটিয়ে তাদের স্বাবলম্বী করে তোলায় দায়বদ্ধ বলে দাবি করেন নকভি। তাঁর মন্ত্রক এ ব্যাপারে মোট বরাদ্দের ৬৫ শতাংশের বেশি অর্থ খরচ করেছে বলে জানান, বলেন, গত তিন বছরে মন্ত্রক দেড় কোটির বেশি সংখ্যালঘু পড়ুয়াকে বিভিন্ন ধরনের বৃত্তি দিয়েছে। এদিন তিনি এক বৈঠকে সংখ্যালঘুদের শিক্ষা ও স্কিল, দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত একটি ফাউন্ডেশনের চালানো বিভিন্ন স্কিমও খতিয়ে দেখেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -