গাঁধীনগর: উরি সন্ত্রাসের প্রতিবাদে ‘মেড ইন পাকিস্তান’ জিনিসপত্র বয়কট করল ভডোদরার মুসলিম ট্রেডার্স অ্যাসোসিয়েশন। মান্ডভি এলাকার কাছে একটি বিক্ষোভ মিছিল বার করেন এই ব্যবসায়ীরা। সেখানেই পাকিস্তানি জিনিসপত্র পুড়িয়ে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

ওই ব্যবসায়ীরা জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের কোনও জিনিস, যেমন হেনা, মশলাপত্র বা পারফিউম- কোনও কিছু তাঁরা আর কেনাবেচা করবেন না। প্রতিবাদে যোগ দেওয়ার জন্য অন্য ব্যবসায়ীদেরও আহ্বান জানিয়েছেন তাঁরা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের মুসলিমরা অনেকেই পাকিস্তান থেকে আসা মশলা, মাস্কারা, গুটখা, সাবান ও জামাকাপড় ব্যবহার করেন। বিশেষ করে উৎসবের সময় এ সব জিনিসের ব্যবহার বেড়ে যায়। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, উরি হামলার বিরোধিতায় পাকিস্তান থেকে আসা সব জিনিসপত্র বয়কট করবেন। আনরেজিস্টার্ড এই অ্যাসোসিয়েশনে দেড়শোর মত ছোট ও মাঝারি দোকানদার রয়েছেন। সম্পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, পাকিস্তানকে আর্থিকভাবে দুর্বল করার লক্ষ্যেই তাঁদের এই সিদ্ধান্ত। পাক জিনিসপত্র এ দেশে নিষিদ্ধ করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছেন তাঁরা। ভারতীয়দের অনুরোধ করেছেন পাকিস্তানি জিনিস না কিনতে। তাঁদের কথায়, এই বয়কট তাঁদের পক্ষ থেকে একটি ছোট প্রচেষ্টা ছাড়া কিছু নয়। কিন্তু এভাবে সকলে যদি একত্রিত হন, তাহলে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে কড়া শিক্ষা দেওয়া যাবে।

কেন্দ্র যখন পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভারড কান্ট্রি’ তকমা তুলে নেওয়া হবে কিনা নিয়ে এখনও গড়িমসি করছে বলে অভিযোগ, তখন গুজরাটের এই ব্যবসায়ীদের সিদ্ধান্ত দিল্লিকে নতুন করে রাস্তা দেখাতে পারে।