বান্দা: রাজ্যসভায় তাৎক্ষণিক তিন তালাক বিল পাশ হওয়ার আনন্দ উদযাপন করছিলেন মুসলিম মহিলা। সেই রাগে তাঁকে তাৎক্ষণিক তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়।
বিন্দকি পুলিশ স্টেশনের সার্কল অফিসার অভিষেক তিওয়ারি জানান, জিগনি গ্রামের বাসিন্দা মুফিদা খাতুন রাজ্যসভায় তাৎক্ষণিক তিন তালাক বিল পাশ হওয়ার পর আনন্দ প্রকাশ করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে পড়েন তাঁর স্বামী সামসুদ্দিন। গতকাল মুফিদাকে তাৎক্ষণিক তিন তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন তিনি। সামসুদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মুফিদা। সেখানে তিনি জানান, শ্বশুরবাড়িতে পৌঁছে তাঁর বাবা-মায়ের সামনেই তাঁকে তাৎক্ষণিক তিন তালাক দেয় স্বামী।
গত ৩০ জুলাই, সংসদে পাশ হয়ে তাৎক্ষণিক তিন তালাক বিল। এই বিলের ফলে, তাৎক্ষণিক তিন তালাককে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার হবে। পাশাপাশি, অভিযুক্ত স্বামীকে তিন বছর পর্যন্ত সশ্রম কারাবাসের সাজা দেওয়ার সংস্থান রয়েছে। সংসদে পাশ হওয়ার পর বিলটি অনুমোদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলত, এই বিল এখন আইন হিসেবে দেশে কার্যকর।
তাৎক্ষণিক তিন তালাক বিল পাশের আনন্দ করায় মুসলিম মহিলাকে ‘তিন তালাক’ স্বামীর
Web Desk, ABP Ananda
Updated at:
04 Aug 2019 06:09 PM (IST)
গত ৩০ জুলাই, সংসদে পাশ হয়ে তাৎক্ষণিক তিন তালাক বিল।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -