বালিয়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি আঁকায় এক মুসলিম গৃহবধূকে মারধর করে শ্বশুরবাড়ি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে বালিয়ায়।
পুলিশ জানিয়েছে, গত বছরের নভেম্বরে সিকান্দারপুর থানার বাসারিকপুর গ্রামের পারভেজ খানের সঙ্গে বিয়ে হয় নাগমা পারভীনের।
নাগমার বাবার অভিযোগ, মোদী ও যোগীর ছবি আঁকায় শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এসপি অনিল কুমার এ কথা জানিয়েছেন।
নাগমার বাবার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়ে মানসিক ভারসাম্য হারিয়েছে বলেও মন্তব্য করেছে।
এসপি জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।