দেওয়াস: তিন তালাক প্রথার বিরুদ্ধে জোরাল প্রতিবাদ এক মুসলিম মহিলার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএস ঠাকুরের কাছে রক্ত দিয়ে চিঠি লিখে সুবিচারের আর্জি জানালেন মধ্যপ্রদেশের দেওয়াস জেলার এই মহিলা। দত্তোতর গ্রামের শাবানা বুধবার সাংবাদিকদের বলেছেন, ২০১১-র ২৫ মে হাটপিপলিয়া গ্রামের বাসিন্দা টিপুর সঙ্গে মুসলিম ধর্মীয় নিয়ম অনুযায়ী তাঁর বিয়ে হয়েছিল। চার বছর পর তাঁদের এক কন্যাসন্তানও হয়। এরপর গত ১৬ নভেম্বর তিন তালাক দিয়ে শাবানার স্বামী নোটিশ পাঠিয়ে অন্য এক মহিলাকে বিবাহ করেন।
শাবানা আরও বলেছেন, নিজের রক্ত দিয়ে তিনি প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। চিঠিতে শাবানা লিখেছেন, এমন কোনও পার্সোনাল ল তিনি মানেন না, যাতে তাঁর ও তাঁর কন্যার ভবিষ্যত অন্ধকার হয়ে যায়। দেশের আইনের প্রতি আস্থা প্রকাশ করে শাবানার দাবি, তিন তালাক প্রথা বাতিল করা হোক, যাতে তিনি সুবিচার পেতে পারেন।
অন্যদিকে, টিপু সাংবাদিকদের বলেছেন, তাঁর পরিবার অনেকবারই শাবানাকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু শাবানা তাঁর বাবা-মার সঙ্গেই থাকতে আগ্রহী। শাবানা তাঁদের বাড়িতে আসতে রাজি হননি বলেও দাবি টিপুর। এজন্যই শাবানাকে তিনি তালাক দিয়েছেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
তিন তালাকের বিরুদ্ধে প্রধান বিচারপতিকে রক্ত দিয়ে চিঠি লিখলেন মুসলিম মহিলা
ABP Ananda, web desk
Updated at:
01 Dec 2016 12:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -