নয়াদিল্লি: ‘দীর্ঘ কষ্টভোগের পর’ মুসলিম মহিলারা অবশেষে তাৎক্ষণিক তিন তালাক থেকে ‘মুক্ত’ হওয়ার রাস্তা খুঁজে পেয়েছেন। তিন তালাক-বিরোধী দিল লোকসভায় পাস করার পর প্রথমবার এই ইস্যুতে মুখ খুলে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।


এদিন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেরলের শিবগিরি মঠে তীর্থযাত্রীদের উৎসবের সূচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাৎক্ষণিক তিন তালাকের ফলে মুসলিম মা-বোনেদের যে দীর্ঘ কষ্টভোগ করতে হয়েছে তা কারও অজানা নয়। বহু বছরের সংগ্রামের পরে তাঁরা এই জায়গা থেকে মুক্তির রাস্তা খুঁজে পেয়েছেন।


মোদী জানান, নিজ নিজ সময়ে মহিলাদের অধিকার ও উন্নয়ন নিয়ে আন্দোলন করেছেন জ্যোতিবা ফুলে, সাবিত্রী বাঈ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং দয়ানন্দ সরস্বতীর মতো মণিষীরা। আজ মহিলাদের অধিকারে এই পদক্ষেপ নেওয়ার ফলে তাঁদের আত্মা খুশি হবে।