নয়াদিল্লি: উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ মুসলিম মহিলাদের সোস্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করতে নিষেধ করল। সেলফি সমেত নিজেদের ছবিছাপা ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করা ইসলামি আইনের পরিপন্থী বলে জানিয়েছেন দারুলের মুফতি তারিক কাসমি।

সোস্যাল মিডিয়ায় মুসলিম মেয়েদের ছবি, সেলফি তুলে দেওয়ার প্রবণতা অবিলম্বে বন্ধ করার ফতোয়া দিয়েছেন তিনি।

দারুল ইফতার পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন তিনি। বলেছেন, ফেসবুক, ট্যুইটার, হোয়াটলঅ্যাপে মুসলিম মেয়েদের নিজেদের ছবি আপলোড করা 'অ-ইসলামিয়' আচরণ।

জনৈক মুসলিম ব্যক্তি সোস্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী নিজের ছবি পোস্ট করতে পারেন কিনা, দারুল ইফতার কাছে জানতে চেয়েছিলেন। জবাবে কাসমি তাঁকে বলেছেন, মুসলিম মহিলাদের ছবি তোলার অনুমতি দেয় না ইসলাম। ফেসবুক, হোয়াটসঅ্যাপে তাঁদের নিজেদের ছবি পোস্ট করা ইসলাম, শরিয়তের মৌলিক বিশ্বাসের পরিপন্থী। পরপুরুষের কাছে নিজেদের মুখ দেখানোর অধিকার নেই তাদের।

দেশে মুসলিম মেয়েদের সোস্যাল মিডিয়ায় নিজেদের ছবি দেওয়ার প্রবণতা দিন কে দিন বাড়ছে বলে জানিয়ে এখনই বন্ধ করতে বলেছেন কাসমি।

মুসলিম সম্প্রদায়ের সদস্যদের তিনি মেয়েদের বোরখা পরা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। দিনকয়েক আগেও দারুল ইফতা এক ফতোয়ায় মুসলিম মহিলাদের ভ্রু প্লাক করা, ছাঁটা ও চুল কাটা চলবে না বলে জানিয়েছিল।

পরপুরুষকে আকৃষ্ট করতে লিপস্টিক লাগানো, মেক আপ করা ইসলাম অনুমোদন করে না বলে জানিয়ে মুসলিম মেয়েদের বিউটি পার্লারে যেতেও নিষেধ করে দারুল ইফতা।