ঝাবুয়া (মধ্যপ্রদেশ): উরি সন্ত্রাসের প্রতিবাদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কুশপুতুল পোড়ালেন কয়েকশো মুসলিম। ঝাবুয়ার জামা মসজিদে শুক্রবারের নমাজপাঠের পর স্থানীয় হুসানি চক এলাকায় জড়ো হন এঁরা। তারপর মিছিল করে যান রাজওয়ারা চকে। সেখানেই হিন্দুস্থান জিন্দাবাদ ও পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিয়ে বেশ কয়েকটি কুশপুতুল দাহ করা হয়। বিক্ষোভকারীরা জানিয়েছেন, পাক প্রধানমন্ত্রীর পাশাপাশি জঙ্গিদেরও কুশপুতুল পুড়িয়েছেন তাঁরা।
পরে জামা মসজিদের মৌলানা বলেন, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার প্রশ্নই নেই, পাকিস্তান যদি এ দেশ আক্রমণের চেষ্টা করে, তবে ভারতীয় মুসলিমরা তাদের মুখের মত জবাব দেবেন।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে পাক প্রধানমন্ত্রী শরিফ মৃত হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানিকে ‘তরুণ নেতা’ বলে ব্যাখ্যা করেন। কিন্তু মৌলানা পরিষ্কার জানিয়ে দেন, শরিফ যাই বলুন, ওয়ানি জঙ্গি ছিল, সকলের কাছে জঙ্গি হিসেবেই পরিচিতি পাবে সে।
মধ্যপ্রদেশের ঝাবুয়ায় নওয়াজ শরিফের কুশপুতুল পোড়ালেন মুসলিমরা
ABP Ananda, Web Desk
Updated at:
23 Sep 2016 06:45 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -