বস্তি: স্ত্রী বদল এবং লালসা মেটানোর জন্যই মুসলিম পুরুষরা তিন তালাক ব্যবহার করে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য। তিনি বলেছেন, ‘তিন তালাকের কোনও ভিত্তি নেই। যদি কেউ শুধু লালসা মেটাতে স্ত্রী বদল করতে থাকে এবং স্ত্রী-সন্তানদের রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করে, তাহলে নিশ্চয়ই কেউ সেটাকে ঠিক কাজ বলবেন না।’

উত্তরপ্রদেশের বস্তি শহরে এক নেতার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়ে তিন তালাক নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন মৌর্য। তিনি বলেছেন, যে মহিলাদের অযৌক্তিক এবং ইচ্ছাকৃতভাবে তালাক দেওয়া হয়েছে, তাঁদের পাশে আছে বিজেপি। তাঁরা যাতে সম্মান ফিরে পান, তার জন্য সাহায্য করবে বিজেপি।


কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন ধরেই তিন তালাক প্রথা বাতিল করার পক্ষে সওয়াল করছে। আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিন তালাকের বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত নয়। তাঁর আশা, মুসলিম সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তিন তালাক প্রথা বাতিল করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবেন। এরই মধ্যে মৌর্যর মন্তব্য এই বিতর্কে নতুন মাত্রা যোগ করল।

উত্তরপ্রদেশের মন্ত্রীর এই মন্তব্যের নিন্দা করে তাঁর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বর্ষীয়াণ সদস্য মৌলানা খালিদ রশিদ ফরঙ্গিমাহলি। অল ইন্ডিয়া মুসলিম উইমেন পার্সোনাল ল বোর্ডের সভানেত্রী শায়েস্তা অম্বের মৌর্যর মন্তব্যকে লজ্জাজনক আখ্যা দিয়ে তাঁকে মানসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানোর দাবি জানিয়েছেন। মুসলিম মহিলাদের অপমান করার জন্য মৌর্যর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও মানবাধিকার কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেছেন শায়েস্তা।