লখনউ: কোনও ‘আদালতের বাইরে সমাধান’ নয়, বাবরি মসজিদ ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়কেই গণ্য করা হবে বলে জানিয়ে দিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। একইসঙ্গে, তিন তালাক নিয়েও সুর চড়াল তারা। সংগঠনের দাবি, শরিয়া আইন অনুসরণ করার ‘সাংবিধানিক’ অধিকার রয়েছে তাদের।


বাবরি মসজিদ বিতর্কে বলতে গিয়ে এদিন এআইএমপিএলবি-র সাধারণ সম্পাদক মৌলানা ওয়ালি রেহমানি জানান, এই ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়কে মেনে নেবে বোর্ড। তাঁর দাবি, এই প্রসঙ্গে আদালতের বাইরে কোনও সমাধান তারা গ্রহণ করবে না।


পাশাপাশি, তিন তালাক ইস্যু নিয়ে তিনি জানান, যারা শরিয়া আইন না মেনে তিন তালাক দিচ্ছে, তাদের সামাজিক বয়কট করা হবে। এপ্রসঙ্গে, আচরণবিধিও চালু করার কথা জানান মৌলানা। এদিন রেহমানি জানিয়ে দেন, শরিয়া আইনে বাইরের হস্তক্ষেপ বোর্ড মেনে নেবে না।


রেহমানি যোগ করেন, ভারতের সংবিধানেই উল্লেখ করা হয়েছে, ভারতের যে কোনও ব্যক্তি নিজের ধর্মপালন করতে পারেন। তাঁর মতে, পার্সোনাল ল-এর পথে কোনও বাধা আসা উচিত নয়।


প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর, মুসলিমদের মধ্যে তিন তালাক, নিকাহ হালালা ও বহুবিবাহ প্রথার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল কেন্দ্র। আবেদনে দেশে ধর্মনিরপেক্ষতা ও লিঙ্গ-বৈষম্য দূরীকরণের ওপর জোর দেওয়া হয়।