ফৈজাবাদ: যে সব মুসলিম অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিরোধিতা করছেন, তাঁদের পাকিস্তান ও বাংলাদেশে চলে যাওয়া উচিত। এমনই মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার শুনানি হবে। তার আগে এই মন্তব্য করলেন রিজভি।
গতকাল শুক্রবার অযোধ্যার বিতর্কিত স্থানে প্রার্থনা করেন রিজভি। সেইসঙ্গে রাম জন্মভূমির মুখ্য পুরোহিত অচার্য সত্যেন্দ্র দাসের সঙ্গেও দেখা করেন তিনি। এখানেই তিনি বলেন, 'অযোধ্যায় যাঁরা রাম মন্দির নির্মাণের বিরোধিতা করছেন এবং সেখানে বাবরি মসজিদ তৈরি করতে চাইছেন...এ ধরনের মৌলবাদী মানসিকতার লোকজনের পাকিস্তান ও বাংলাদেশে চলে যাওয়া উচিত। এ ধরনের মুসলিমদের ভারতে কোনও জায়গা নেই'।
রিজভি আরও বলেছেন, মসজিদের নামে যারা জিহাদ ছড়াতে চায়, তাদের আবু বকর আল-বাগদারির কাছে গিয়ে আইএসে যোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
রিজভি অভিযোগ করেছেন, মৌলবাদী মুসলিম ধর্মগুরুরা এই দেশকে ধ্বংস করতে চাইছেন এবং তাঁদের আফগানিস্তান ও পাকিস্তানে চলে যাওয়া উচিত।
রিজভির এই ধরনের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন শিয়া ধর্মগুরুরা। তাঁরা সাম্প্রদায়িক দিক থেকে পরিবেশ বিষিয়ে দেওয়ার চেষ্টার জন্য রিজভিকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
শিয়া উলেমা কাউন্সিল মৌলানা ইফতেখার হুসেন ইনকুইলাবি অভিযোগ করেছেন, 'ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে বেচে দেওয়া ও দখলের সঙ্গে যুক্ত রিজভি একজন অপরাধী। সিবি-সিআইডি তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। এই অবস্থায় আইনের হাতথেকে বাঁচতে এসব নাটক করছেন রিজভি'।
যাঁরা অযোধ্যায় রাম মন্দিরের বিরোধিতা করছেন তাঁদের পাকিস্তানে চলে যাওয়া উচিত: শিয়া ওয়াকফ বোর্ডের প্রধান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Feb 2018 10:04 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -