কুরুক্ষেত্র: বদলা, প্রতিশোধ চাই! গতকাল কাশ্মীরের কুপওয়ারার মাচিলে পাকিস্তানি জঙ্গিদের হাতে নিহত ভারতীয় সেনা জওয়ান মনদীপ সিংহের গ্রাম শনিবার এই দাবিতেই মুখর হল। নিয়ন্ত্রণ রেখায় মনদীপকে হত্যা করেই ক্ষান্ত হয়নি পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, পিছন থেকে পাক সেনাদের গুলিবৃষ্টির সুযোগ নিয়ে তাঁর নিথর শরীরের ওপর অমানবিক, বর্বরোচিত অত্যাচার চালায়, তাঁর অঙ্গচ্ছেদ করে। এ ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ থেকে শুরু করে কংগ্রেস নেতা মণীশ তেওয়ারি-সকলেই। সন্দীপের দেহ বিকৃত করার নিন্দা করে ‘জঘন্য’ আখ্যা দিয়েছেন জিতেন্দ্র, মণীশ বলেছেন, এটা ‘বিকৃত আচরণ’। গভীর শোক জানিয়েছেন প্রাক্তন জওয়ানরা।
কিন্তু মনদীপের গ্রাম, তাঁর পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া প্রত্যাশিতভাবেই এর চেয়ে আরও কঠোর, তীব্র, চড়া। জঙ্গিদের পুষছে, এই অভিযোগে পাকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার ডাক দিয়েছেন তাঁরা। দিওয়ালির খুশির আলো জ্বলেনি গ্রামে ঘরের ছেলের মৃত্যুতে। বিষাদের ছায়া গোটা গ্রামে। গ্রামের মহিলারা একে একে মনদীপের বাড়ি গিয়ে তাঁর স্ত্রীকে স্বান্তনা দিচ্ছেন। প্রতিবেশীরা সব সময় মুখে হাসি লেগে থাকা মনদীপকে ভুলতে পারছেন না। তাঁদের বাড়ি এসে সমবেদনা জানিয়ে গিয়েছেন কুরুক্ষেত্রের ডেপুটি কমিশনার সুমেধা কাটারিয়া।
মনদীপের ভাই সন্দীপ সিংহ বলেন, তাঁরা চান, একটার বদলে দশটা পাকিস্তানির মাথা আনতে হবে।
দু বছর হল, কুরুক্ষেত্রের আনতেহরি গ্রামের ৩০ বছরের জোয়ান ছেলে সন্দীপের বিয়ে হয়েছে। তাঁর স্ত্রী প্রেরণা হরিয়ানা পুলিশের হেড কনস্টেবল। কুরুক্ষেত্রের শাহবাজ মারকান্দায় কর্মরত। পাকিস্তানকে চিরতরে সমুচিত শিক্ষা দিতে হবে যাতে আর কোনও সেনা জওয়ানের পরিবারকে কোনওদিন এমন যন্ত্রণা পেতে না হয়, দাবি তুলেছেন প্রেরণা। বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, দিওয়ালিতেই বাড়ি ফেরার কথা ছিল ওর। কিন্তু মাচিল সেক্টরে সীমান্তে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ছুটি বাতিল হয়ে যায়।
তাঁর দাবির পুনরাবৃত্তি করে মনদীপের বাবা বলেন, ওর কর্তব্য পালন করেছে ও। নিজের জীবন দিয়েছে ও। এবার আমাদেরও পাকিস্তানকে মুখের মতো জবাব দিতে হবে।
বদলা চাই, পাকিস্তানকে সমুচিত শিক্ষা দিতে হবে, দাবি নিহত জওয়ান মনদীপ সিংহের পরিবারের
web desk, ABP Ananda
Updated at:
29 Oct 2016 05:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -