নয়াদিল্লি: ভারতের জন্য 'চিন্তা' করে গোটা পরিবার, বলছেন ডোনাল্ড ট্রাম্প! আজ হোয়াইট হাউজ থেকে দেওয়া বক্তৃতায় ভারতের জন্য বন্ধুত্ত্বের সুর মার্কিন প্রেসিডেন্টের গলায়। বললেন, ইভাঙ্কা ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়ারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো।
আজ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “আমি ভারত এবং আমি যুবসমাজকে খুব পছন্দ করি। ওঁদের (কন্যা-পুত্র) সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভাল, সেই কারণে আমারও।”
নিজেকে ভারতের সবচেয়ে ভাল বন্ধু হিসেবেই উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্প কন্যা ইভাঙ্কাও ভারতের বেশ কিছু বিষয় নিয়ে ট্যুইটও করেছেন সম্প্রতি। আজ প্রেসিডেন্ট বলেন, “ভারতকে ভালবাসে, সম্মান করে আমেরিকা। আমেরিকা সবসময়ই ভারতের নাগরিকদের কাছে বিশ্বস্ত ও অনুগত বন্ধু হিসেবে থাকবে।”
বিগত কয়েকমাস ধরেই অশান্তির বাতাবরণ রয়েছে ভারত-চিন সীমান্তে। এই পরিস্থিতির মধ্যস্থতা করতে ফের আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট। আজ সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ভারত-আমেরিকার সম্পর্ক নিয়ে। বলা হয়, ইভাঙ্কা ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়ারের ভারত- আমেরিকা সম্পর্কের প্রচার করা নিয়েও।
উত্তরে ট্রাম্প বলেন, 'ইভাঙ্কা ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়ার ভারতকে নিয়ে চিন্তা করে। আমিও করি। আমি ভারতেরর প্রধানমন্ত্রীকে নিয়ে নরেন্দ্র মোদিকে চিন্তা করি'।
ভারতের জন্য 'চিন্তা' করে গোটা পরিবার, বলছেন ডোনাল্ড ট্রাম্প!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Sep 2020 06:53 PM (IST)
ভারতের জন্য 'চিন্তা' করে গোটা পরিবার, বলছেন ডোনাল্ড ট্রাম্প! আজ হোয়াইট হাউজ থেকে দেওয়া বক্তৃতায় ভারতের জন্য বন্ধুত্ত্বের সুর মার্কিন প্রেসিডেন্টের গলায়। বললেন, ইভাঙ্কা ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়ারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -