নয়াদিল্লি: ‘অঙ্গদান মহতদান’! এই প্রবাদকে স্বার্থক করতে এবার ময়দানে কেন্দ্র। দৃষ্টান্ত স্থাপন করতে নিজের অঙ্গ দান করার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। জানালেন, অঙ্গদানের পথ প্রশস্ত ও সহজ করতে শীঘ্রই নতুন বিধি আনবে সরকার।
চাহিদার তুলনায় অঙ্গদানের বর্তমান নগন্য হার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেন নাড্ডা। তিনি জানান, অঙ্গ হল জাতীয় সম্পদ, একে নষ্ট করা উচিত নয়।
অঙ্গদানকে উপহার দেওয়ার সামিল উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অঙ্গদান করা হল উদারতার পরিচয় দেওয়া। অঙ্গদানের মাধ্যমে সমাজে সমানাধিকার তৈরি হয়। এটা এক অত্যন্ত নৈতিক কাজ। অঙ্গদান করে এক শেষ হতে চলা জীবনকে নতুন শুরু দিতে পারি আমরা।
নাড্ডার আহ্বান, অঙ্গদানকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তোলার সময় এসেছে। বিশ্বকে দেখিয়ে দিতে হবে, মৃত্যুতেও আমরা দেশবাসী এবং সার্বিক মানবিকতার কল্যাণের চিন্তা করি।
তিনি যে শুধু কথার কথা বলছেন না, তার প্রমাণস্বরূপ নিজের অঙ্গদান করার জন্য অঙ্গীকারবদ্ধ হন নাড্ডা। একইসঙ্গে, তাঁর নিজের দফতরের সব আধিকারিক, কর্মী ও রাজধানীর সরকারি হাসপাতালগুলির চিকিৎসক, নার্স এবং অন্যান্য প্যারা-মেডিক্যাল কর্মীরাও এদিন অঙ্গদানের শপথ নেন।
নাড্ডা আরও জানান, অঙ্গদানকে উৎসাহ জোগাতে জাতীয় অঙ্গদান প্রতিস্থাপন প্রকল্পের আওতায় নতুন নিয়ম, বিধি ও প্রোটোকল রূপরেখা তৈরি করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তাঁর দাবি, দেশে গড়ে ফি-বছর দেড় লক্ষ মানুষ ব্রেনডেথ-এ মারা যাচ্ছেন। তাঁদের অঙ্গ আরও কয়েক লক্ষ মানুষকে নতুন জীবনদান দিতে পারে।